মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রামুতে তরুণীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত

কক্সবাজারের রামুতে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয়দের ধারাল অস্ত্রের আঘাতে ও গণপিটুনিতে আবদুল মান্নান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক তরুণীর বাড়িতে ঢুকে আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন।

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবদুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের ঝোপজঙ্গলে লুকিয়ে থাকেন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ নিতে থাকেন। তার সন্ধান পেলে গণপিটুনি ও কুপিয়ে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বাবা ও তিন ভাইও ডাকাতিতে জড়িত।

স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, ‘মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়িতে গরু ডাকাতি করে আসছে। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ।’

এর আগে গত শুক্রবার (২৭ জুন) স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ বিক্ষোভের দুদিনের মাথায় গণপিটুনিতে মারা গেলেন আবদুল মন্নান।