মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রামুতে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে পথচারীরা

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া থেকে চকিদার পাড়াগামী প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রতি বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে। শুকনো মৌসুমে কিছুটা যাতায়াতযোগ্য থাকলেও বর্ষায় সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।

জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বেকার ভাতাপ্রাপ্ত লোক দিয়ে মাঝে মাঝে গর্ত ভরাটের অপ্রতুল ও সাময়িক কাজ করা হয়। তবে সরকারিভাবে পাকা সড়ক নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতি বছর বর্ষা এলেই এলাকাবাসীকে দুর্ভোগের মুখোমুখি হতে হয়।

সড়কের এই অবস্থায় শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা জানান, কর্দমাক্ত সড়ক দিয়ে হাঁটাচলা করা অসম্ভব হয়ে পড়েছে, বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তর এবং ইউনিয়ন পরিষদের প্রতি জোর দাবি জানিয়েছেন।