বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

হালদায় ২য় দাফায় নমুনা ডিম’ ছেড়েছে মা মাছ

শফিউল আলম, রাউজান ঃদক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীতে ২য় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। গতকাল ২৯ মে বৃহসপতিবার দুপুর ২ টার সময়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট, রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের গহিরা মোবারক খীল সিপাহির ঘাট, আবুর খীল, নাপিতের ঘাট, কাগতিয়া, কাসেম নগর, হাটহাজারীর নয়া হাট, মাছুয়া ঘোনা, বাড়ীঘোনা এলাকায় হালদা নদীতে মা মাছ ২য় দফে নমুনা ডিম ছাড়ে। গত ২৬ মে সোমবার দিবাগত রাত ১ টার সময়ে ও ২৭ মে মঙ্গলবার ভোরে ,রাউজানের পশ্চিম আবুর খীল, নাপিতের ঘাট, আজিমের ঘাট, কাগতিয়া, হাটহাজারীর নয়া হাট, কাটাখালী খালের মুখ, রামদাশ হাট নমুনা ডিম ছেড়েছে মা মাছ। হালদা নদীতে মা মাছ ২য় দফায় নমুনা ডিম ছাড়ার পর রাউজান হাটহাজারী এলাকার শত শত ডিম সংগ্রহকারী নৌকা ও জাল নিয়ে হালদা নদীতে ডিম সংগ্রহ করতে নেমে পড়ে। আমবস্যার জোঁ শেষ হলেও হালদা নদীতে ২য় দফায় মা মাছ নমুনা ডিম ছাড়ার পর পরিবেশ অনুকূলে থাকলে রাতে পুরোদমে মা মাছ নদীতে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা । আমবস্যার জোঁ”তে পুরোদমে ডিম না ছাড়লে আগামী পুর্ণিমা ও আমবস্যার জোঁ” তে হালদা নদীতে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে বলে আশা করছেন হালদা গবেষক।হালদা নদীতে প্রতি বছর এপ্রিল ও মে মাসে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছেরা হালদা নদীতে ডিম ছাড়ে। রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার আলমগীর হোসেন বলেন, গতকাল ২৯ মে বৃহস্পতিবার দুপুর ২টার সময়ে আজিমের ঘাট ও সিপাহির ঘাট এলাকায় ২য় দফায় মা মাছ নমুনা ডিম ছাড়েন। গত ২৬ মে সোমবার দিবাগত রাত ১ টা ও ২৭ মে মঙ্গলবার ভোররাতে হালদা নদীর কয়েকটি স্পটে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তবে পরিমাণ খুবই কম। এই আমবস্যার জোঁ’তে পুরোদমে ডিম না ছাড়লে ও জুন মাসে পুর্ণিমা ও আমবস্যার তিথিতে হালদা নদীতে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে আশা করছি।তিনি আরো বলেন, গহিরা মোবারক খীল, পশ্চিম বিনাজুরী আই, ডি, এফ এর হ্যচারী হাটহাজারীর মদুনাঘাট, শাহ মাদারী, মাছুয়া ঘোনা হ্যচারী প্রস্তুত রয়েছে । ডিম ছাড়লে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করে হ্যচারীতে নিয়ে ফুটােেত পারবে । এ ছাড়া ও হালদা নদীর তীরে খনন করা মাটির কুয়া ডিম ফুটানোর জন্য তৈয়ারী করে রেখেছে ডিম সংগ্রহকারীরা । তবে প্রথম দফার চেয়ে ২য় দফায় নমুনা ডিম ছেড়েছে বেশী মা মাছ ।চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান (সিসিপিসি) ও হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল ২৯ মে বৃহস্পতিবার দুপুরে হালদায় ২য় দফে নমুনা ডিম ছেড়েছে মা মাছ । গত ২৬ মে সোমবার রাতে বৃষ্টি ও বজ্রপাতের কারণে হালদা নদীতে মেজর কার্পজাতীয় মা মাছ নদীতে নমুনা ডিম ছেড়েছে। যেহেতু অমাবস্যা শেষ হয়ে গেছে পরিবেশ অনুকূলে থাকলে রাতে পুরোদমে মা মাছ নদীতে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।গত অমাবস্যার ও পূর্ণিমার দুটি জোতে বজ্রসহ বৃষ্টিপাত না হওয়া ডিম ছাড়েনি মা মাছ। তিনি আরও জানান, ৪র্থ অমাবস্যার জোঁ বা তিথীতে হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। এই অমাবস্যার জোঁ চলবে (২৫-২৯) মে পর্যন্ত। আমবস্যার জোঁ চলাকালে অনুকুল পরিবেশ পেলে পুরোদমে ডিম ছাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে, অনুকূল পরিবেশ না পেলে এই জোঁ’তে পুরোদমে ডিম না ছাড়লেও জুন মাসে পরবর্তী পূর্ণিমা ও আমবস্যার জোঁ’তে ডিম ছাড়বে কার্প জাতীয় মা মাছ।