তৌহিদ আফ্রিদি বিয়ে করায় একসময় স্তিমিত হয়ে পড়েছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে প্রেমের গুঞ্জন। তবে ইউটিউবার আফ্রিদির সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনায় ফের আলোচনায় আসে বিষয়টি। এবার আর চুপ করে থাকলেন না দীঘি। খোলাসা করলেন তাদের পরিচয় ও সম্পর্ক নিয়ে।
সম্প্রতি এক অনুষ্ঠানে দীঘি জানান, ‘আফ্রিদির সঙ্গে তার প্রথম দেখা হয় মাই টিভির একটি অনুষ্ঠানে। সেখানে আফ্রিদি ছিলেন উপস্থাপক। সেই পরিচয়কে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় ওঠে। দীঘির ভাষায়, আমরা কেউ রেডি ছিলাম না যে বিষয়টা এত ভাইরাল হবে।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, আফ্রিদি নিজেকে দীঘির প্রেমিক দাবি করেন। তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আমরা কখনও এরকম কিছু বলিনি। আমি তো বলিনি। বরং আফ্রিদিই এ ব্যাপারে বেশি স্ট্রিক্ট ছিল। একসময় বিষয়টা এত বেশি ছড়িয়ে পড়ে যে আমাদের পরিবার বিব্রত হয়ে পড়ে। তখন প্রায় দেড় বছর আমরা ঠিকমতো কথা বলিনি, এমনকি দেখা করাও বন্ধ করে দিই।
তবে দীঘি আফ্রিদিকে বরাবরই ভালো বন্ধু হিসেবেই দেখেছেন। তার ভাষায়, বন্ধুত্বের কোনো মেয়াদ নেই। তৌহিদ আফ্রিদি সবসময় আমার ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়েই বেশি কথা হয়। এর বাইরে কিছু নয়।
এদিকে শুধু আফ্রিদি নয়, মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে তাকে মাহিমিনের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা যায়। তবে সেটিকেও স্রেফ বন্ধুত্ব বলে উড়িয়ে দিয়েছেন এই তরুণী অভিনেত্রী।
সব মিলিয়ে নানা গুঞ্জনের মধ্যেই স্পষ্ট করলেন দীঘি- সম্পর্ক নয়, বন্ধুত্বই তার আর আফ্রিদির বন্ধন।