দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এখন আবারও আলোচনার শীর্ষে। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে, কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর সামান্থা দীর্ঘসময় ব্যক্তিগত জীবনে শান্ত ছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, অভিনেত্রী ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। গুঞ্জনকে আরও জোরালো করেছে বিভিন্ন পাবলিক অঙ্গনে তাদের একসঙ্গে উপস্থিতি।
কিছুদিন আগে দুবাই ভ্রমণে গিয়েছিলেন সামান্থা-রাজ। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি কোনো পুরুষের হাত ধরে আছেন। এছাড়া রাজের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, অনুষ্ঠান ও বিমানে পাশাপাশি বসার মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে, গত মে মাসে সামান্থা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। ছবিগুলোতে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরের সময়ও মিশিগান সিটিতে তারা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন।
সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকে জিজ্ঞাসা করছেন, কবে অফিসিয়ালি এই সম্পর্কের ঘোষণা আসবে। তবে সামান্থা-রাজ এই বিষয়ে এখনও মুখ বন্ধ রেখেছেন এবং সম্পর্কের গোপনীয়তা বজায় রেখেছেন। সম্পর্কের প্রকৃত বিষয়টি প্রকাশের জন্য এখন সময়ের অপেক্ষা করতে হবে।