বলিউডে প্রথম সারির সফল অভিনেতাদের একজন হৃতিক রোশন। তার অভিনয় আর নাচের জাদুতে হারিয়ে যান ভক্তরা। সফল এ অভিনেতার বোনের জীবন ঠিক তার উল্টো। জীবনে নানা চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি পিংকভিলায় একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন হৃতিক রোশনের বড় বোন সুনায়না রোশন। জানান, অজানা অনেক পারিবারিক গল্প।
সুনায়না বলেন, ক্যানসার এবং টিবির মতো রোগের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে আমাকে। সব সময় নার্ভাস থাকতাম। এক সময় নার্ভাস থেকে বাঁচতে মদ্যপানে আসক্ত হয়ে পড়ি।
সুনায়না আরও বলেন, মদ্যপানের পর নিজেকে বারবার আঘাত করতাম। সারা শরীরে আঘাতের চিহ্ন থাকত। ওজন বাড়ছিল। সঙ্গী হচ্ছিল নানা রোগও। জীবনে নানা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইতাম। আমার ভয়াবহ জীবন নিয়ে পরিবার সব সময় দুশ্চিন্তায় থাকত। এক সময় নেশামুক্তির জন্য বিদেশের একটি রিহ্যাবে থাকতে শুরু করি।
এসময় ভাইয়ের প্রশংসা করে তিনি বলেন, হৃতিক আমার ছোট ভাই। কিন্তু আমাকে সব সময় বড় ভাইয়ের মত আগলে রাখে। ছোট বোনের মত আমার জটিল সময়ে মনের জোর বাড়িয়েছে, যত্ন নিয়েছে, সুরক্ষিত রেখেছে। স্বাভাবিক জীবনে ফিরতে ও (হৃতিক) আমার জন্য অনেক কিছু করেছে।