অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে বড় পর্দায় বেশ নিয়মিত তিনি। এদিকে শবনম বুবলী একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এবার সজল ও বুবলী প্রথমবার জুটি বেঁধে সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘শাপলা শালুক’। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক। বর্তমানে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হচ্ছে। ঈদের আগ পর্যন্ত টানা সিনেমাটির শুটিং চলবে। ঈদের পর বাকি শুটিং হবে ঢাকার গাজীপুরসহ বিভিন্ন লোকেশনে।
সিনেমাটি নিয়ে আব্দুন নূর সজল বলেন, ‘শেরপুরে প্রায় ১০ দিন হলো শুটিং করছি। দারুণ পরিবেশ, কিন্তু প্রচণ্ড গরম এখানে। এসবের মধ্যেই শুটিং করছি। এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। এজন্য আমাকে ১০-১৫ দিন রিহার্সেলও করতে হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে প্রথমবার বুবলীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘বুবলী সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য এতটা এফোর্ট দেন যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার। আশা করি আমাদের নতুন জুটি দর্শকদের ভালো লাগবে।’
অন্যদিকে শবনম বুবলী সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয়গুলো সব সময় গুরুত্ব দিই। একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে আবিষ্কার করা না যায় তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে। আর সজল ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ করছি। সবমিলিয়ে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, পরবর্তী সময়ে সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে। সিনেমায় সজল-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।