সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সেলিনা জেটলি ফিরছেন ১৪ বছর পর

স্বামী, সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এ সুন্দরী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, খুব শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সেলিনা। তাই মুম্বাইও ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া।

ভক্তরা এরইমধ্যে মন্তব্য করতে শুরু করেছেন অভিনেত্রীকে নিয়ে। কেউ বলছেন, কোন সিনেমায় কার প্রযোজনায় বলিউড সিনেমায় ফিরে আসছেন অভিনেত্রী।

অনেকে আবার জানতে চাইছেন সেলিনার বিপরীতে কোন অভিনেতাকে পর্দায় দেখতে পারবেন সেটি। এক ভক্ত আবার তথ্য জানতে সরাসরি সেলিনার ইনস্টাগ্রাম পোস্টেই জানতে চেয়েছেন বলিউড পর্দায় ফিরে আসার সময়।

ভক্তের এমন প্রশ্নে জবাবও দিয়েছেন অভিনেত্রী। বলেন, ‘খুব তাড়াতাড়ি।’

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে সেলিনা বলেন, ‘আমি এ মুহুর্তে বিদেশে রয়েছি। তাই কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে দ্রুতই সংবাদ সম্মেলন করে সবটা জানাবো।’

প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।