মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ’র পদত্যাগ

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন।

শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক বলেছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে দেশটির সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

ইয়েমেন সরকারের বরাতে রয়টার্স জানায়, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশআদ আল আলিমির সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মুবারক মন্ত্রীসভার ১২ সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের অনুমতি চান কিন্তু এতে সম্মতি দেন নি রাশআদ আল আলিমি।

তার এ পদত্যাগের পর অর্থমন্ত্রী সালেম সালেহ বিন বারিককে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রক্রিয়া চলছে।

পদত্যাগ করা প্রধানমন্ত্রী মুবারক ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর দ্বারা অপহরণের পর আলোচনায় আসেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। তখন তিনি প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বরত ছিলেন। তখনকার প্রধানমন্ত্রী মনসুর হাদির সঙ্গে হুতিদের সংঘর্ষ চলছিল।

মুবারক এমন সময়ে পদত্যাগ করেন যখন ইয়েমেনের পশ্চিমাঞ্চল হুথিদের উপর মার্কিন বিমান হামলার মাত্রা তীব্র হচ্ছে এবং হুথিদের সকল অর্থ উপার্জনকারী সম্পদ বিশেষ করে জ্বালানির উৎস ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে এ হামলার মাত্রা বেড়েছে নজিরবিহীনভাবে। শত শত মানুষ প্রাণ হারান গত কয়েকদিনের এ হামলায়।

ইয়েমেন গত এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে নেয় এবং স্বীকৃত সরকারকে উৎখাত করে। বর্তমানে হুথিরা ইয়েমেনের অধিকাংশ অঞ্চল দখল করে রেখেছে এবং জনবহুল উত্তর ও লোহিত সাগরের তীরবর্তী পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

সূত্র: রয়টার্স