মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারো হামলা চালিয়েছি ইসরায়েল। এতে আরো ৭০ জন নিহত হয়েছেন।

শনিবারের (৪ অক্টোবর) এই হামলায় নিহতদের মধ্যে ৪৫ জনই গাজা সিটির। খবর আলজাজিরার।

এর আগে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনায় ‘আংশিক’ সম্মতি জানিয়েছিল হামাস। এটাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

চিকিৎসাকর্মীরা জানান, গাজা সিটির তুফাহ এলাকায় এক আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ওই হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে, যাদের বয়স দুই মাস থেকে আট বছরের মধ্যে।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকাতেও ইসরায়েলি হামলায় দু’জন শিশু নিহত ও অন্তত আটজন আহত হন। এই এলাকা তথাকথিত ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার সেখানে হামলা চালানো হয়েছে।

আলজাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি বলেন, “উত্তর গাজার অল্প কিছু হাসপাতাল এখনো চালু থাকলেও জ্বালানি সংকটের কারণে তারা সব আহতকে চিকিৎসা দিতে পারছে না।”

তিনি আরো বলেন, “মাঠপর্যায়ের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে না যে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।”

প্রধান খবর

নির্বাচিত খবর