দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট ক্রমশ গভীরতর হওয়ায় দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
সোমবার (৬ অক্টোবর) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ সহযোগী লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, রয়টার্স বলছে, সেবাস্তিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরু সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছিলেন।
জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাক্রো বলে আসছেন, ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।
উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যেকোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী। তিনি গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।