মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাশিয়ায় সেতু ভেঙে পড়ল ট্রেনে, নিহত ৭

রাশিয়ায় একই দিনে ভিন্ন স্থানে দুটি সেতু ভেঙে সাতজন নিহত হয়েছেন।

শনিবার (১ জুন) রাতে ইউক্রেনের সীমান্তবর্তী ব্রিয়ানস্ক ও ঝেলেজনোগর্স্ক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে।

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি চলন্ত ট্রেনের ওপর সেতুটি ধসে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা কতগুলো ভারী ট্রাকও ট্রেনের ওপর আছড়ে পড়ে।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং এক শিশুসহ ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় জানায়, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ট্রেনে ভ্রমণকারী লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে ‘অবৈধ হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছে।

মস্কো রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, ব্রিয়ানস্ক অঞ্চলের পিলশিনো এবং ভাইগোনিচি স্টেশনে স্থানীয় সময় গত রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল দূরে অবস্থিত।

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঝেলেজনোগর্স্ক অঞ্চলে দ্বিতীয় আরেকটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়েছে। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার খিনেসটেইন জানান, ট্রেনটি সেতুর ওপর পৌঁছালে ট্রেনটি লাইন থেকে বিচ্যুত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ট্রেনের চালক আহত হয়েছেন।

খিনেসটেইন জানান, দুর্ঘটনার কারণ উদঘাটন করা হবে। জরুরি সেবা চালু রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

বিবিসি জানায়, এটা এখনো পরিষ্কার নয় যে এ ঘটনার পেছনে ইউক্রেনের হাত রয়েছে কি না। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রুশ কর্তৃপক্ষের সন্দেহ, এই ধ্বংসযজ্ঞের পেছনে ইউক্রেনীয় নাশকতাকারী ও গোয়েন্দা দলের হাত থাকতে পারে। সূত্র: বিবিসি, রয়টার্স