শফিউল আলম, রাউজানঃ সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মনসুর নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়।
গত ১ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় মাইক্রোবাসে করে কর্মস্থল থেকে ফেরার পথে অপর একটি গাড়ীর সাথে সংঘর্ষ হলে তাৎক্ষণিক মৃত্যু হয় মুহাম্মদ মনসুরের। এতে আরো চার জন গুরুতর আহত হয় বলে জানা যায়। নিহত মনসুরের বাড়ী চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়ন এর উত্তর গশ্চি গ্রামে। তার বাবার নাম মুহাম্মদ সালেহ আহমদ, মনসুর তিন বোন ও আরা ৫ ভাই রয়েছে । গত তিন বছর আগে জিবিকার তাগিদে মনসুর প্রবাসে পাড়ি জমায়,প্রবাসে যাওয়ার পর তোর একটি কন্যা সন্তান জন্ম নেয়, কন্যা সন্তানের মূখ একবারের জন্যও দেখেনি মনসুর। প্রবাসী মনসুরের মৃত্যুতে পরিবার এবং এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুহাম্মদ মনসুরের মৃতদেহ আল আইনের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তাঁর স্বজনরা জানান ।
