মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে অক্সিজেনের কাজ করছে: আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদি আওয়ামী সরকারের বিরুদ্ধে সুদূর প্রবাস থেকে আপনারা লড়াই করেছেন। বিদেশের মাটিতে মানবন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচির মাধ্যমে আওয়ামী সরকারের দুর্নীতি, দু:শাসন ও সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা স্বোচ্চার ছিলেন। আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ভাইবোনদের অবদান অনস্বীকার্য। আপনাদের এই সকল কর্মসূচীর মাধ্যমেই বিশ্বমহলে বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছিল। হাসিনা পতন আন্দোলনে আপনারাই আমাদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

তিনি আরও বলেন, ৫ই আগষ্ট পরবর্তী দেশের অর্থনীতির প্রাণ বাঁচাতে আপনাদের পাঠানো রেমিটেন্স অক্সিজেনের কাজ করছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আর্থসামাজিক উন্নয়ন সহ সকল ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম। আশা করছি দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপানাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গুরুত্ব সহকারে কাজ করবে। আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।

৩ অক্টোবর (শুক্রবার) পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনাকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির য্গ্মু আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরি, দেলোয়ার হোসেন মিল্কী, মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম হিমু, সহ-সভাপতি নজরুল কবির রুবেল, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, মো. শাহাজাহান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান খবর

নির্বাচিত খবর