গাজায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে আরও ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত আরও ৭৭ জন।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বরাতে শনিবার (৩ মে) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক, সশস্ত্র বাহিনীর প্রতিশ্রুতিপাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক, সশস্ত্র বাহিনীর প্রতিশ্রুতি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় আইডিএফের দ্বিতীয় দফার অভিযানে গত দেড় মাসে নিহত হয়েছেন ২ হাজার ৩ শতাধিক এবং আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
গাজার উদ্দেশে রওয়ানা হওয়া ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলাগাজার উদ্দেশে রওয়ানা হওয়া ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
এদিকে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি