নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের আঙুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মনসুর আহমেদ (২৬)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১২টার দিকে সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের কাঁটাতারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারের পাশে বাঁশ কাটার সময় স্থলমাইন বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় বাংলাদেশি একজন নাগরিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য যে, আরাকান আর্মির পুঁতেরাখা স্থলমাইন বিস্ফোরণে গত কয়েক মাসে অন্ততপক্ষে ২০ জনের অধিক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।