মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের আহ্বান

সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ছাত্র সমাজের আহ্বানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখার ২১তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২মে) বান্দরবান জেলা শহরে রয়েল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পিসিপির সহ-সভাপতি উশৈহ্লা মারমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নিপীড়ন-নির্যাতন অব্যাহত রয়েছে। তিনি জুম্ম ছাত্র ও তরুণ সমাজকে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( পিসিজেএসএস) বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবাসিং মারমা, মহিলা সমিতির জেলা নেত্রী রেম এং ময় বম ও পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যাঁ।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ২৭ সদস্যের নতুন জেলা কমিটি গঠিত হয়। উশৈহ্লা মারমা সভাপতি, জামাধন তঞ্চঙ্গ্যাঁ সাধারণ সম্পাদক এবং হ্লাপ্রুসিং মারমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শপথ বাক্য পাঠ করান সুপ্রিয় তঞ্চঙ্গ্যাঁ।