বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

Hero Splendor-কে টক্কর দিতে এলো TVS Sport ES+

হিরো স্প্লেন্ডার বাইকটি দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় কমিউটার বাইকগুলোর একটি। যার প্রধান কারণ এর অসাধারণ মাইলেজ, টেকসই গঠন এবং রক্ষণাবেক্ষণে কম খরচ।

আর এই হিরো স্প্লেন্ডার প্লাসের সাথে প্রতিযোগিতা করতে বাজারে এলো টিভিএস স্পোর্ট ইএস প্লাস। তবে যারা আধুনিক ফিচার ও কিছুটা শক্তিশালী ইঞ্জিন খুঁজছেন, তাদের জন্য টিভিএস স্পোর্ট ইএস প্লাস ভালো অপশন হতে পারে।

টিভিএস স্পোর্ট ইএস প্লাস- ১১০ সিসি ক্ষমতা সম্পন্ন এই বাইকটিতে রয়েছে ৪-স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭,৩৫০ আরপিএম-এ ৮.০৮ হর্সপাওয়ার শক্তি এবং ৪,৫০০ আরপিএম-এ ৮.৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

এতে ফুয়েল ইনজেকশন সিস্টেম রয়েছে এবং এর ৪-স্পিড গিয়ারবক্স বাইকটিতে সর্বোচ্চ গতি তুলতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। বাইকটি প্রতি লিটারে ৬০-৬৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম।

কম দামে বেশি মাইলেজের দিক থেকে বাইকলাভারদের জন্য টিভিএস স্পোর্ট ইএস প্লাস হতে পারে খুবই সাশ্রয়ী একটি বাইক। ভারতের বাজারে বাইকটির মূল্য ৬০ হাজার রুপি থেকে শুরু। তবে বাংলাদেশের বাজারে বাইকটি আসলে এর সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে লাখ টাকার আশেপাশে।