মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

এতিমবন্ধুদের মাঝে পুর্বাশার আলোর মৌসুমি ফল বিতরণ

প্রতি বছরের মত এবারও এতিম শিক্ষার্থীবন্ধুদের মাঝে পুর্বাশার আলোর উদ্যোগে ওমান প্রবাসী রবিউল আলমের পৃষ্ঠপোষকতায় মৌসুমী ফল বিতরণ শনিবার (২১ জুন) বাদ আসর নগরীর তনজিমুল মোসলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠিতা আতিকুর রহমানের সভাপতিত্বে এতে উদ্ভোধক ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দীন চৌধুরী। পূর্বাশার আলোর সাধারণ সম্পাদা হাফেজ মুনতাসির মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আবু সায়েম চৌধুরী, লেখক সাংবাদিক আসিফ ইকবাল, বিশিষ্ট সংগঠক বিকাশ বড়ুয়া, মহিউদ্দীন হেলালী, মো: সামির প্রমুখ। দোয়া ও মুনাজাতা মাওলানা ফজলুল কাদের চৌধুরী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুর্বাশার আলো দীর্ঘ ২২ বছর যাবত সমাজসেবা, জনকল্যাণ এবং সমাজ সচেতনমুলক কাজ করে চলেছে। যে কাজের সাথে আমি নিজে এবং আমার পরিবারও ও তপ্রোতভাবে জড়িত। সে মহত কাজগুলোকে এগিয়ে নিতে সমাজের সকল সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন এতিম শিক্ষার্থীরা সমাজের অনেকগুলো উন্নত সুবিধা থেকে সবসময় বঞ্চিত থাকে।তাদের পাশে মৌসুমী ফল, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদবস্ত্র বিতরণ ও বিনামুল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারব। তিনি বলেন ক্ষুদ্র ক্ষুদ্র সমাজসেবার মাধ্যমে আমাদের বৃহত্তর কল্যাণের পথ সৃষ্টি করতে হবে। বক্তারা বলেন মানবকল্যাণের মাধ্যমে সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে। সভা শেষে সংগঠনের মরহুম নেতৃবৃন্দসহ মরহুম সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মুনাজাত করা হয়।