প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ জুলাই ২০২৫ খ্রি., সোমবার, বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রজতজয়ন্তী উৎসবকে স্মরণীয় করে রাখতে রোববার (৬ জুলাই) বেলা ১২.০০ টায় সমিতির অস্থায়ী অফিসে রজতজয়ন্তী উৎসব লোগোর মোড়ক উন্মোচন করা হয়।
রজতজয়ন্তী উৎসব লোগোর মোড়ক উন্মোচন করেন প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব নুরুল বশর রাসেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক হোসাইনী এবং নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী ও এ এম রমিজ আহমদ।
অনুষ্ঠানসূচিতে রয়েছে রজতজয়ন্তী র্যালী, কেক কাটা, সংবর্ধনা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া, ত্রি-বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, মোড়ক উন্মোচন ও সমাপনী পর্ব। অনুষ্ঠানে সমিতির জীবন সদস্য, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বিশেষভাবে অনুরোধ করেছেন।