নিবেদন শিল্পী সংসদের ২৫ বছর পুর্তি উপলক্ষে শিশু কিশোরদের দলীয় ও একক সঙ্গীত পরিবেশনা এবং আলোচনা সভা গত (২ মে) শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও ছড়াকার প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ, প্রাবন্ধিক প্রফেসর রীতা দত্ত। উদ্ভোধক হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন মহামুণি তরুণ সংঘের সাবেক সভাপতি সমাজসংগঠক প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সঙ্গীতশিক্ষক রুপম মূৎসূদ্দী টিটু। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পি.এইচ.পি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসনিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুমন মূৎসুদ্দী, বিশিষ্ট সমাজসেবক বাবু মিল্টন বড়ুয়া, শিক্ষাবিদ বাবু বিষু কুমার বড়ুয়া, মহামুণি তরুণ সংঘের সাবেক সভাপতি বাবু শেখর বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সংকু বড়ুয়া এবং সঙ্গীতশিল্পী ঐশী মজুমদার। এতে একক, দলীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রুপম মূৎসুদ্দী টিটু, পদ্নমিতা বড়ুয়া মিতু, সুমনা বড়ুয়া শ্রাবণ বড়ুয়া, এহসাস রহমান, মৌসুমী বড়ুয়া, প্রাচী মূৎসুদ্দী, সুদীপ্তা চাকমা, সৃজিতা মূৎসুদ্দী, পুজা রায় নিগ্নো, ঐশী মজুমদার, নৃত্যশিল্পী সুজয়া চাকমা, সায়ন্তী বড়ুয়া অনিন্দিতা বড়ুয়া, ঝুমি বড়ুয়া, সুজয়া চাকমা, অভয় বড়ুয়া, শিশুশিল্পী ইন্দ্রনিল বড়ুয়া, অন্বেষা বড়ুয়া, অর্ক নাথ। দলীয় সঙ্গীত পরিবেশন করেন তুষ্টি, অন্বেষা, সায়ন্তী, সুজয়া এবং শ্রাবণ। আমন্ত্রিত সঙ্গীতশিল্পী ছিলেন প্রকৌশলী বাবু সঞ্জীব বড়ুয়া বাপ্পী। সমগ্র অনুষ্ঠান উৎসর্গ করেন সদ্য প্রয়াত রম্য লেখক, প্রাবন্ধিক, সংগঠক সত্যব্রত বড়ুয়াকে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিবেদন শিল্পী সংসদ পরিশুদ্ধ বাঙালী সংস্কৃতি চর্চা লালন ও পালনের মাধ্যমে তরুণ যুব সমাজের সংস্কৃতির দূত হিসেবে কাজ করে যাচ্ছে। যারা মুলত সঙ্গীত, আবৃত্তি নৃত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থী সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সুদীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে যাচ্ছেন। যারা মনে,মননে সদা সর্বত্র হাজার বছরের বাঙালী সংস্কৃতির অনন্য সেবক হিসেবে তাদের অনুশীলন অব্যাহত রেখেছেন। তিনি বলেন কঠিন ক্রান্তিকাল, সংকট বা যেকোন অন্ধকার সময়ে সংস্কৃতিই পারে আলো ও নির্ভরতার সন্ধ্যান দিতে। তিনি নব প্রজন্মের শিক্ষার্থীদের আরো বেশি সুশিক্ষা, সংস্কৃতি চর্চা,উন্নত চরিত্রের অধিকারী ও দেশপ্রেমে নিজেকে আলোকিত মানুষ গড়ে তোলার আহবান জানান।একইসাথে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের হয়ে সংস্কৃতি ও বইমুখী হওয়ার আহবান জানান।