মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ উপলক্ষে প্রস্তুতি সভা

শফিউল আলম রাউজানঃ মাইজভান্ডারী গাউসয়িা হক কমিিট বাংলাদশে, রাউজান উপজলোর সমন্বয়কারীদরে উদ্যোগে কেন্দ্রীয় র্পষদের নির্দেশেনা অনুযায়ী আগামী ১১ জুুলাই সাংগঠনকি সংলাপ-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয় । গত ২১ জুন শনিবার বাদে আসর মাইজভান্ডারী গাউসয়িা হক কমিিট বাংলাদশে, কেন্দীয় পর্ষদের সম্মানতি সদস্য মাওলানা কাজী হাববিুল হোসাইন মাইজভান্ডারীর সভাপতৎিবে প্রস্তুতি সভায় বক্তব্য রাখনে কেন্দ্রীয় র্পষদ সদস্যগণ যথাক্রমে- মো: মনজুরুল ইসলাম চৌধুরী, মো: শফিউল আলম নিজাম, মাষ্টার মো: জােকর হোসনে, মো: ইউছুফ আলী, তাজ মোহাম্মদ মিয়া , রাউজান উপজলোর দায়ত্বিপ্রাপ্ত সাংগঠনকি সমন্বয়কারীগণ যথাক্রমে মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মো: মামুন মিয়া, সাদকিুজ্জামান শফি, মাষ্টার আিিস উল খান বাবর, মাষ্টার মোহাম্মদ আলী, মাষ্টার আবু তৈয়ব, কাজী আসলাম উদ্দীন, আবু আক্কাস মোহাম্মদ মানিক, মো: নাাজম উদ্দীন, মাওলানা মহিম উদ্দনি, মো: মিনহাজুল আবদেীন, টিটন বদ্যৈ প্রমূখ। সভায় সাংগঠনিক সংলাপ সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।