মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সচেতন ও দক্ষ স্বেচ্ছাসেবকগণই সমাজ উন্নয়নের চালিকাশক্তি

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত ৩ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী’র পরিচালনায় ও চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, সাপ্তাহিক চট্টবাণীর সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুল কবির, সংগঠনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ও নেতৃত্ব পর্যায়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সচেতন ও দক্ষ স্বেচ্ছাসেবকগণই সমাজে টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। প্রশিক্ষণ শেষে বিশেষ স্বেচ্ছাসেবক ও সংগঠকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্টানে গান, নৃত্য ও আবৃত্তির পরিবেশন সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।