মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নির্বাচনের টাইমলাইন না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে: আবু তাহের

নির্বাচনের নির্দিষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ আবু তাহের। একইসঙ্গে চলমান পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন এই জামায়াত নেতা।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ধিত বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

বৈঠকে দলটির ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন।

আলোচনার সূচনা বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ আবু তাহের বলেন, দেশ ও জাতির কল্যাণে আলোচনার মাধ্যমে উত্তম ব্যবস্থার পক্ষেই আমরা মত দেব। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া সরকারের প্রতিটি কাজে জামায়াতের সমর্থন ও সহযোগিতা থাকবে। সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে জামায়াতের নায়েবে আমীর বলেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের নির্দিষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে। সরকারকে দৃঢ়তার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় নির্বাচনের সব দলের জন্য সমান সুযোগ তৈরি করাসহ নির্বাচন কমিশনের অনেক ভূমিকা প্রশ্ন তোলেন জামায়াত নেতা আবদুল্লাহ আবু তাহের। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এমন ব্যবস্থা করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ, সন্ত্রাসমুক্ত নির্বাচন জামায়াতে ইসলামীর লক্ষ্য। দল নয় দেশ ও জনগণের স্বার্থে যা কিছু ভালো সে সব সংস্কার আমরা চাই। ঐকমত্যে কমিশনের প্রতি আহ্বান, সংস্কারে বেশি সময় না নিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন অয়োজন করা উচিত।