আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটি (পিআর পদ্ধতি) আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়।‘
শনিবার (২৮ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জিয়াউর রহমান- যুদ্ধক্ষেত্র থেকে রাষ্ট্রপ্রধান’ শীর্ষক স্মারক প্রকাশনা এবং সংরক্ষণাগার উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব বলেন এই বিএনপি নেতা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রচলিত নয়। কারণ এটি আমাদের ইতিহাসে বিদ্যমান ছিল না। এই ব্যবস্থাটি আমাদের ভোটদান ব্যবস্থার সঙ্গে কখনোই মেলে না। কারণ এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন পদ্ধতি। এই ব্যবস্থা আমাদের দেশে প্রযোজ্য নয়। দেশের যেখানেই এটি আংশিকভাবে প্রয়োগ করা হয়েছে, সেখানেই অনেক জটিলতা দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে এবং এই ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমরা এখনো কোনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি।’
আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে সালাহউদ্দিন বলেন, ‘যারা আনুপাতিক প্রতিনিধিত্বে নির্বাচনের পক্ষে কথা বলছেন তাদের একটি এজেন্ডা আছে। কারণ তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। তাদের উদ্দেশ্য হয় জাতীয় নির্বাচন বিলম্বিত করা, অথবা দেশে নির্বাচন ঠেকানো।’
তিনি বলেন, ‘এখন কেউ কেউ পিআর ব্যবস্থাকে রাজনৈতিক দাবি হিসেবে উত্থাপন করতে পারে, যা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এটি সকলের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না।’
সালাহউদ্দিন বলেন, ‘আমরা, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। গণতন্ত্রপন্থী জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, বরং আমরা দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অসংখ্য প্রাণ বিসর্জন দিয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা কামনা করে।’
তিনি আরও বলেন, ‘যদি ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে।’
এদিকে শনিবার দিনব্যাপী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আরও অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা হয়।