মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ট্রেসি

মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

রোববার (২২ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান রাষ্ট্রদূত।

লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথাও উল্লেখ করেন ট্রেসি অ্যান।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

পরে সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি এখন মামলা করেছে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচন, নতুন করে মার্কিন ট্যারিফসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।