এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল থেকে পুরোদমে কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর এলাকায়।
চার হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে।
আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, এনবিআরের কর্মসূচিতে বেনাপোল স্থলবন্দরে ২৮ জুন ও ২৯ জুন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রবিবার (২৯ জুন) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে এ বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে। দুই দিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।