দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) রেজিস্ট্রেশন ও অনলাইনে ইএসআইএফ ফরম পূরণ শুরু আগামী ৫ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশন বিলম্ব ফি জমা দেওয়ার সময় ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর সেসব শিক্ষার্থী সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়স-সীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। যেসব শিক্ষার্থী ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাননি সেসব শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
বোর্ড থেকে সরবরাহ করা প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত অথবা অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ করতে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।