মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

৮ আগস্ট কোনো দিবস উদযাপন না করার সিদ্ধান্ত

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারে শপথ গ্রহণের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল তা উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

রবিবার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফেসবুকে এক পোস্টে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রেসি সচিব এ বিষয়ে বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনও বিশেষ উদযাপন হবে না।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারে শপথ গ্রহণের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর পর সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে এল অন্তর্বর্তী সরকার।