মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ মারা গেছেন। গতকার শুক্রবার (২০ শুক্রবার) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

চঞ্চল মাহমুদের ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওনার কিডনি ও হার্টের অবস্থা ভালো ছিল না। আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন। আজকেই দুবার হার্ট অ্যাটাক হয়েছে। মোট সাতবার হার্ট অ্যাটাক হয়েছে তার।

বনানী কবরস্থানে শনিবার যোহরের নামাজের পর চঞ্চল মাহমুদের দাফন হতে পারে বলে জানিয়েছেন সাহাদাত পারভেজ।

চঞ্চল মাহমুদের বয়স হয়েছিল ৬৬ বছর। তার জন্ম ১৯৫৯ সালের ১২ মার্চ করাচীতে।

বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চার দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।