মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক-স্যানিটাইজার

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে—পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে এবং প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে কেন্দ্র ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ ছিটাতে হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে বলা হয়েছে।

প্রতিটি কেন্দ্রেই মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।