মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বিশ্ব হার্ট দিবস: সুস্থ হৃদয়ই প্রকৃত সম্পদ

আজ বিশ্ব হার্ট দিবস। বিশ্বজুড়ে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হৃদরোগে অকালমৃত্যুর শিকার হন, যা ক্যানসার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ মিলিয়েও যত প্রাণহানি ঘটে তার চেয়ে বেশি। কিন্তু হৃদরোগ ও স্ট্রোকের প্রায় ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও স্বাস্থ্যকর জীবনযাপনই মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

এই লক্ষ্যেই প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘Don’t Miss a Beat’ বা ‘একটি স্পন্দনও যেন না হারিয়ে না যায়’।

থিমটির মাধ্যমে হৃদরোগের প্রাথমিক লক্ষণ অবহেলা না করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশ্ব হার্ট দিবস পালনের উদ্যোগটি প্রথম নেন বিশ্ব হার্ট ফেডারেশনের সাবেক সভাপতি অ্যান্টনি বাই দে লুনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ১৯৯৯ সালে এই দিবস প্রতিষ্ঠা পায়। ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর প্রথমবার দিবসটি পালন করা হয়। ২০১২ সাল থেকে ২৯ সেপ্টেম্বরকে স্থায়ী তারিখ হিসেবে নির্ধারণ করা হয়, যাতে ২০২৫ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত বৈশ্বিক মৃত্যুহার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে কাজ করা যায়।

বর্তমানে ৯০টিরও বেশি দেশ এ দিন নানা সচেতনতা কর্মসূচি আয়োজন করে থাকে। ২০২৫ সাল বিশ্ব হার্ট দিবসের ২৫তম বর্ষপূর্তি, যা বিশ্বব্যাপী হৃদরোগ প্রতিরোধে নতুন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

প্রধান খবর

নির্বাচিত খবর