মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শিক্ষার মানোন্নয়ন ঘটলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। একদিকে ছিল কোভিড-১৯ পরিস্থিতি, দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, অন্যদিকে নতুন কারিকুলাম চালু হলেও তা অনেক অভিভাবক সঠিকভাবে গ্রহণ করতে পারেননি। এ সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিছুটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং মানের অবনতি ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। আমরা আশাবাদী, শিক্ষা ব্যবস্থার মান উন্নত হলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।’

শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা টিমওয়ার্ক শেখে, যুক্তি চর্চা করে, নিজের চিন্তা ও মত প্রকাশের দক্ষতা বাড়ায়। এতে কথা বলার সাহস, তথ্য সংগ্রহের অভ্যাস এবং পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহও বৃদ্ধি পায়। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। আমরা চাই, এ কার্যক্রমটি সারাদেশে ছড়িয়ে দেওয়া হোক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামগঞ্জ স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এদিকে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা। সেখানে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।