কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। এবার ক্লাব বিশ্বকাপেও দারুণ সূচনা পেল ফরাসি ক্লাবটি। দলের সেরা তারকা উসমান দেম্বেলে ছাড়াই অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার ক্লাব বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে ম্যাচজুড়ে কোনো প্রকার পাত্তা পায়নি স্প্যানিশ ক্লাবটি। বল দখল কিংবা আক্রমণ, সবখানেই দাপট দেখিয়েছে পিএসজি। ম্যাচজুড়ে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।
দুই হাফে দুইটি করে গোল হয়েছে। ১৯তম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ। এরপর প্রতিপক্ষের জালের দেখা পেয়েছেন একে একে ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং-ইন।
ম্যাচের ১৯তম মিনিটে পাসিং ফুটবলে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন রুইস। পিছিয়ে পড়ে কিছুটা চেষ্টা চালিয়েছে অ্যাতলেটিকো। যদিও খুব একটা সুবিধা করতে পারেনি। উল্টো প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। কাভারাৎসখেলিয়ার পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া।
এরপর ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে বাড়ানো সময়ের সপ্তম মিনিটে। পিএসজির চতুর্থ গোলটি করেন কাং-ইন লি। এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল।
এদিকে, দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এ ছাড়া জালের দেখা পেয়েছেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার।