মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

এক নজরে ক্লাব বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। ৮ গ্রুপে ৩২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ১৫ জুন মিশরের দল আল আহলি ও যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের।

ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা চলবে বাংলাদেশ সময়ের ১৫ থেকে ২৭ জুন। দুই দিন বাদ দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর ম্যাচ। যা চলবে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল চলবে ৫ ও ৬ জুলাই। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ক্লাব বিশ্বকাপের ৮ গ্রুপ
গ্রুপ এ: আল আহলি, এফসি পোর্তো, এসই পালমেইরাস, ইন্টার মায়ামি
গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটেল সাউন্ডার্স
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, এসএল বেনফিকা
গ্রুপ ডি: চেলসি, ফ্ল্যামেঙ্গো, এস্পেরেন্স ডি তিউনিস, এলএএফসি
গ্রুপ ই: ইন্টার মিলান, রিভার প্লেট, সিএফ মন্টেরে, উরাওয়া রেড ডায়মন্ডস
গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, উলসান এইচডি, মামেলোডি সানডাউনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আল আইন এফসি, ওয়াইদাদ এসি
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, সিএফ পাচুকা, এফসি সালজবার্গ।