মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নারীদের ক্রিকেটে প্রথমবারের মত ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত

নারীদের ক্রিকেটে প্রথমবারের মত ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রকে হটিয়ে মর্যাদার আসনে আসীন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২৫-২৯ চক্রের জন্য তাদের উইমেন্স ওডিআই স্ট্যাটাস দেওয়া হয়েছে।

নারী ওয়ানডে ক্রিকেটে পরবর্তী চার বছরের (২০২৫-২০২৯) জন্য ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৬টি দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগামী ১২ মে থেকে কার্যকর হবে এই নতুন তালিকা। এই তালিকায় সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্রকে হটিয়ে সংযুক্ত আরব আমিরাতের জায়গা করে নেওয়া।

মোট ১৬ দলের মধ্যে পাঁচটি দলই সহযোগী সদস্য। আগের মতোই তালিকায় আছে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি (পিএনজি) ও স্কটল্যান্ড। নতুন করে যুক্ত হয়েছে ইউএই।

সম্প্রতি হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়েই থাইল্যান্ড ও স্কটল্যান্ড ধরে রেখেছে তাদের ওয়ানডে স্ট্যাটাস। অন্যদিকে পিএনজি ও নেদারল্যান্ডস নিজেদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ভিত্তিতে ওয়ানডে স্ট্যাটাস বজায় রেখেছে। পিএনজি রয়েছে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ১৩ নম্বরে আর নেদারল্যান্ডস ১৫ নম্বরে। থাইল্যান্ড ও স্কটল্যান্ড রয়েছে যথাক্রমে ১১ ও ১২ নম্বরে।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডকে হারিয়ে ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছে। আর থাইল্যান্ড হারিয়েছে তাদের সব পাঁচটি ম্যাচেই, থেকে গেছে তলানিতে।

এই বাছাই থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের মাটিতে বছর শেষে হতে যাওয়া আসরে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও ধারণা করা হচ্ছে, তারা ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।

যুক্তরাষ্ট্র বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছে দলটি। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে শনিবার।