ব্যর্থতা ঘুচিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল দ্য হেরন্স।
মেজর সকার লিগে (এমএলএস) রোববার (৫ অক্টোবর) ৪-১ ব্যবধানে জিতলো মায়ামি। দলকে জয় এনে দেওয়ার পথে দুটি করে গোল করেছেন তাদেও অ্যায়েন্দে ও জর্দি আলবা। গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি।
টরন্টোর বিপক্ষে ১-১ সমতার পর চিকাগোর বিপক্ষে ৫-৩ ব্যবধানে হার, এমএলএসে কিছুটা ব্যাকফুটে পড়ে গিয়েছিল মায়ামি। তবে দলের ছন্দপতন স্থায়ী হতে দেননি মেসি-আলবারা। নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলেন আধিপত্য করে। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা। যার ৮টিই ছিল লক্ষ্য বরাবর।
প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আয়েন্দে ও আলবা। দুটি গোলেই অবদান রাখেন মেসি। ৩২তম মিনিটে তিনি অরক্ষিত থাকা আয়েন্দেকে বক্সের ডানপ্রান্তে পাস দেন। দুই পা এগিয়ে ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন আয়েন্দে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের মেসির ঝলক। বক্সে ঢুকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ছয় গজ দূরত্বে পাস দেন আলবাকে। বাকিটা সেরে নেন স্প্যানিশ ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল নিউ ইংল্যান্ড। ৫৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান কমিয়েছিলেন ডর তুর্গেমান। তবে পরের মিনিটেই তাদের হতাশ করেন আয়েন্দে। এবারও অ্যাসিস্টের ভূমিকায় মেসি। প্রায় মাঝমাঠ থেকে আর্জেন্টাইন তারকার ক্রস অফ সাইড ফাঁদ এড়িয়ে বক্সের সামনে দখলে নেন আয়েন্দে। এরপর কিছুটা এগিয়ে গিয়ে জড়ান জালে। তিন মিনিট পরই ব্যবধান ৪-১ করে নেন আলবা। সেগোভিয়ার পাস বক্সে বাঁ প্রান্তে পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আলবা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এ জয়ে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মেসিরা। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষে অবস্থান করছে ফিলাডেলফিয়া। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি।