বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শান্তর বিদায়ে ভাঙল জুটি

৪৮০ বলে ২৬৪ রানের জুটি। অবশেষে উইকেটের দেখা পেল শ্রীলঙ্কা। গল টেস্টের প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ চতুর্থ উইকেট হারাল ৩০৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরলেন দেড়শ রান থেকে দুই রান দূরে থাকতে। তবে প্রথম দিনে বিপর্যয়ে পড়া দলকে বিদায়ের আগে চালকের আসনে বসিয়ে গেলেন টাইগার কাণ্ডারি।

বুধবার (১৮ জুন) গল টেস্টের দ্বিতীয় দিনে ৩০৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে বিদায় করলেন আসিথা ফার্নান্দো। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি শান্ত। মিড-অফে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন ম্যাথিউস।

আউট হওয়ার আগে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। এটি টেস্ট ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি।

আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম অধিনায়কের কাছে ডাবল সেঞ্চুরি চাইলেও আজ আশা পূরণে ব্যর্থ হলেন শান্ত।

এই মুহূর্তে ক্রিজে আছেন আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তার সঙ্গী লিটন দাস।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে গলের উইকেটে পেসাররা হালকা সুইং পাওয়ায় ব্যাটাররা দেখশুনে খেলার চেষ্টা করছেন। খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মুশফিক বা শান্তকে। মূলত মনোযোগের ঘাটতির কারণেই উইকেট বিসর্জন দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

আগের দিন ৩ উইকেটে ২৯২ রান তুলেছিল বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৯ ওভারে ৪ উইকেটে ৩১৩। মুশফিক্ল ২১৪ বলে ৫ চারে ১১৩ রানে ব্যাট করছেন। লিটনের সংগ্রহ ৭ বলে ১ রান।