মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার যুবাদের বিপর্যস্ত করে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশের যুবারা। জয় পেয়েছে ১৪৬ রানের বিশাল ব্যবধানে।

শনিবার (৩ মে) কলম্বো জাওয়াদ আবরারের ১১৩ রানের শতকে বাংলাদেশের বোর্ড জমা হয় ৩৩৬ রানে। এই রানের পাহাড় টপকাতে গিয়ে দুশো রানের আগেই দলীয় ১৯০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ১৪৬ রানের এগিয়ে গেল সিরিজে।

বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করেন জাওয়াদ আবরার ও রিজান হাসান। জাওয়াদ আদায় করে নেন দাপুটে শতক। তার ব্যাটে আসে ১১৩ রান। রিজানের ব্যাটে আসে ৮২ রান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৩৩৬ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।

৩৩৭ রানের পাহাড় টপকাতে নেমে আল ফাহাদ-আজিজুল হাকিম তামিমদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

৩৩৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার কোনো ব্যাটার সে রকম কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহাদ নিয়েছেন ৩ উইকেট। আগামী সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।